মেয়েদের বিশ্বকাপে ষষ্ঠ জয় পেল অস্ট্রেলিয়া

বিশ্বকাপে-অস্ট্রেলিয়া

দেশের খবর,খেলা।। অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিংয়ের অনবদ্য শতকে ভর করে সাউথ আফ্রিকার বিপক্ষে ২৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে অজিরা।

মেয়েদের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জয়রথ চলছেই। আসরে এটি ষষ্ঠ জয় তাদের। ওয়েলিংটনে টসে জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠায় অজিরা।

ব্যাটিংয়ে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার লিজেল লি ও লরা ওলভার্ড। ৮৮ রানের মাথায় লিজেল ৩৬ রানে ফিরলেও রানের চাকা সচল রাখেন লরা।

১৩৪ বলে ৯০ রান করে লরা ফিরলে অপর প্রান্তে অর্ধশতক তুলে নেন অধিনায়ক সুনে লুউস। ৫১ বলে ৫২ রান আসে অধিনায়কের ব্যাট থেকে।

শেষ দিকে ক্লো ট্রায়ন ও মারিজান ক্যাপের ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ২৭১ রানের বড় সংগ্রহ পায় প্রোটিয়ারা। অজিদের মধ্যে সবচেয়ে কিপটে বল করে ১ উইকেট তুলেছেন অ্যানাবেল সাদারল্যান্ড।

বড় লক্ষে শুরুতেই ওপেনার অ্যালিসা হিলির উইকেট হারায় অজিরা। এরপর অধিনায়ক ব্যাটিংয়ে নামলে দেখে শুনে লক্ষের দিকে ছুটতে থাকে অজিরা।

নিয়মিত বিরতিতে উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিংশৈলী দেখিয়ে গেছেন অজি অধিনায়ক মেগ ল্যানিং। অনবদ্য শতকে বড় করে জয়ের বন্ধরে নোঙর ভিড়ায় অজিরা। অধিনায়ক খেলেন ম্যাচসেরা ১৩০ বলে ১৩৫ রানের ইনিংস।

প্রোটিয়া বোলারদের মধ্যে দুটি করে উইকেট তুলেন শাবনিম ইসমাইল ও ক্লো ট্রায়ন।

ডিখ/প্রিন্স